শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৫:৫৪, ২০ মার্চ ২০২৪
সুবিধাবঞ্চিতদের ইদবস্ত্র উপহার দিল সেচ্চাসেবী সংগঠন ‘সঞ্চালন’
ছবি- আই নিউজ
সুবিধাবঞ্চিতদের মাঝে ইদবস্ত্র উপহার দিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম রক্তদান বিষয়ক সেচ্চাসেবী সংগঠন ‘সঞ্চালন’।
বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবলগ্রাউন্ড সংলগ্ন আধুনিক ফুডকোর্ট এ এই ইদবস্ত্র বিতরণ কার্যক্রম করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয় এলাকার রিক্মাওয়ালা, ডাইনিং ও ক্যান্টিনবয়, হলের খালা ও তাদের সন্তানদের মধ্যে শাড়ি, লুঙ্গি, ফ্রক ও শার্ট, পাঞ্জাবি বিতরণ করে সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, প্রক্টর অধ্যপক ড. কামরুজ্জামান চৌধুরী, সঞ্চালনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মাদ রাজিক মিয়া ও সহকারী প্রক্টর মো. মিজানুর রহমানসহ সংগঠনটির সদস্যরা।
উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, সঞ্চালনের এ মানবিক কাজে আমরা খুবই অভিভূত। আমাদের ছাত্ররা কতবেশি সৃজনশীল এবং দেশের কল্যাণের জন্য চিন্তা করে, সাধারণ মানুষের জন্য, আপামরজনসাধারণের জন্য এটাই হচ্ছে তার একটা বড় উদাহরণ। সঞ্চালনের এসব মহতি কাজগুলো এটা প্রমাণ করে যে তাদের মন কত সুন্দর, এদের দ্বারাই আগামী সুন্দর দেশ গঠন হবে।
উল্লেখ্য ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে ২০০৮সালে একদল সপ্নবাজ তরুনদের সাথে নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রথমে সংগঠনটির একমাত্র উদ্দেশ্য রক্তদান হলেও পরবর্তীতে চিকিৎসা সহায়তা, বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, সুবিধাবঞ্চিত মানুষদের ইদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণসহ নানা চ্যারিটিকার্যক্রম পরিচালনা করে আসছে সঞ্চালন। সিলেটের যেকোন জায়গায় রক্ত সহায়তায় এগিয়ে আসে সংগঠনটির সদস্যরা। এদের জোগার করা রক্তে জীবন পেয়েছে অনেকে, অনেক শিশু দেখেছে পৃৃথিবীর আলোর মুখ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩