হেলাল আহমেদ
সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য সিজ এর যাত্রাপথ
ক্যারিবীয় অঞ্চলে যাত্রা করেছে এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য সিজ।
অনেক জল্পনাকল্পনার পর সমুদ্রে নিজ যাত্রা শুরু করেছে এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য সিজ (Icon of the seas)। গেল শতকের সবচেয়ে বড় জাহাজ টাইটানিকের পর এই জাহাজটি নিয়ে বিশ্বজুড়ে ছিল নানা প্রশ্ন, জিজ্ঞাসা আর কৌতুহল। অবশেষে, সব কৌতুহল মিটিয়ে যাত্রা শুরু করেছে আইকন অব দ্য সিজ।
শনিবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে ছেড়ে যায় জাঁকজমকপূর্ণ চোখধাঁধানো সব আয়োজনে ভরা প্রমোদতরী আইকন অব দ্য সিজ (Icon of the seas)। টানা সাতদিন এই জাহাজের যাত্রীদের নিয়ে ক্যারিবীয় অঞ্চলে ভ্রমণ করবে এটি।
জাহাজে গান শোনানোর জন্য আছেন ৫০ জন সংগীত শিল্পী ও কমেডিয়ান, ৪০টির বেশি রেস্তোরাঁ, ওয়াটার স্লাইড, বরফ স্কিইং, ৪০ হাজার গ্যালন পানি ভর্তি সুইমিংপুলসহ আছে নানা ব্যবস্থা।
আইকন অব দ্য সিজ (Icon of the seas)-এ একসঙ্গে ৭ হাজার ৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। আরও অবাক করা বিষয় হচ্ছে ১ হাজার ২০০ ফুট দীর্ঘ আর আড়াই লাখ টন ওজনের এই জাহাজটি চালাতে এটিতে নাবিক আছেন ২ হাজার জন। যাত্রীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে নাবিকসহ এই জাহাজটিতে নিয়োজিত আছেন ২ হাজার ৩৫০ জন ক্রু।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবর থেকে জানা গেছে, আইকন অব দ্য সিজ (Icon of the seas) এর মালিক যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল হলেও জাহাজটি নির্মাণ করা হয়েছে ফিনল্যান্ডে। এটি নির্মাণে খরচ করতে হয়েছে ২০০ কোটি ডলার। আর পুরো জাহাজটি তৈরি করতে সময় লেগেছে ৯০০ দিন। অর্থাৎ, প্রায় আড়াই বছর সময় লেগেছে জাহাজটি নির্মাণ করতে। আরও অবাক করা বিষয় হচ্ছে, জাহাজটির উচ্চতা প্রায় প্যারিসের আইফেল টাওরের মতোন!
সমুদ্রে পথে যাত্রা মানেই দীর্ঘযাত্রা আর একটুতেই একঘেয়েমি বোধ করা। আইকন অব দ্য সিজ (Icon of the seas) জাহাজটির যাত্রীরা যেন কোনোভাবেই এরকম অস্বস্তি বা একঘেয়েমি বোধ না করেন সেজন্য আছে নানা ধরনের চমক লাগানো ব্যবস্থা। জাহাজে গান শোনানোর জন্য আছেন ৫০ জন সংগীত শিল্পী ও কমেডিয়ান, ৪০টির বেশি রেস্তোরাঁ, ওয়াটার স্লাইড, বরফ স্কিইং, ৪০ হাজার গ্যালন পানি ভর্তি সুইমিংপুলসহ আছে নানা ব্যবস্থা।
মূলত, এ ধরনের লোভনীয় আর অবিশ্বাস্য সব সেবার অফারের কারণে নির্মাণের সময় থেকেই ব্যাপক আলোচনায় ছিল আইকন অব দ্য সিজ (Icon of the seas) জাহাজটি। জাহাজটি ভ্রমণের দিন-তারিখ ঘোষণার পর নিমেষেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। অথচ এই জাহাজে ভ্রমণ করার জন্য একেকটি টিকিটের জন্য খরচ করতে হয়েছে সর্বনিম্ন ৩ হাজার ৬০০ ডলার এবং সর্বোচ্চ ১ লাখ ডলার!
গত ২৩ জানুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আইকন অব দ্য সিজ (Icon of the seas) জাহাজের উদ্বোধন করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এই জাহাজটি নির্মাণের আগ পর্যন্ত সাম্প্রতিককালে নির্মিত সবচেয়ে বড় জাহাজটির নাম ছিল 'ওল্ডার অব দ্য সিস'। মজার বিষয় এই জাহাজটির মালিকও ছিলো আমেরিকার যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। গত ১০ জানুয়ারি সব আনুষ্ঠানিকতা শেষে ফিনল্যান্ড থেকে জাহাজটি মিয়ামিতে নিয়ে যাওয়া হয়।
আই নিউজ/এইচএ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ