Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

বিষ্ণু দেব ও শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ আগস্ট ২০২২
আপডেট: ২২:০৬, ১৮ আগস্ট ২০২২

আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান

আজিজুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আজিজুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, স্বাধীনতা পদকপ্রাপ্ত ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ২য় মৃত্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, শিক্ষাবৃত্তি ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরতলীর গোজারাই গ্রামের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় তাঁর সমাধিস্থ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ (সংরক্ষিত নারী) আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, পৌর মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু প্রমুখ।

বক্তব্য রাখেন- নাট্যকার আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, সামাজিক ও সাস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর উপজেলা জাসদ নেতাআব্দুল মছব্বির, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক জামাল উদ্দিন আহমদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজিজুর রহমান ফাউন্ডেশনের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ

এসময় সংসদ সদস্য নেছার আহমদ এমপি বলেন, আজিজুর রহমানকে বাদ দিয়ে কিছু করা হতোনা। বঙ্গবন্ধু বলেছিলেন- শ্মশান বাংলাকে সোনার বাংলা করতে হবে। আজিজুর রহমান ছিলেন মৌলভীবাজারে অন্যতম সৈনিক। মৌলভীবাজারে তাঁর মতো দ্বিতীয় কেউ ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি আমৃত্যু মানুষের সেবা করে গেছেন।

অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল ও উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ২০২০ সালের ১৮ আগস্ট ভোররাতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই স্থিতধী পুরুষ, আপাদমস্তক রাজনীতিবিদ।

তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মরণসভা, শিক্ষাবৃত্তি ও দোয়া-মাহফিলসহ নানা আয়োজন করা হয়। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশসহ মৌলভীবাজারবাসী তাঁকে স্মরণ করছে আজকের দিনে।

         বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে নিয়ে আরও পড়ুন

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়