আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৩:০৬, ২০ ডিসেম্বর ২০২৩
বুধবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী
ছবি- সংগৃহীত
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার সিলেটে সমাবেশ দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশটি করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট শহরজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর বারোটায় নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন। এসময় তাঁরা জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
শহরসহ আশেপাশের সড়ক এখন ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণ আর পোস্টারে। প্রশাসন প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ পুরো শহররেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সভস্থল নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ তৈরিতে ব্যস্ত সংশ্লিষ্টরা। শেষ হয়েছে মঞ্চ নির্মাণ কাজ। চলছে সর্বশেষ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ।
সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি দেখতে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সফরসূচির তথ্য অনুযায়ী, বুধবার (২০ ডিসেম্বর) সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সিলেটের প্রথম কর্মসূচি হিসেবে তিনি হযরত শাহজালাল (র.)- এর দরগাহ জিয়ারত করবেন। তার সফর নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দরগাহ এলাকা।জিয়ারতের কর্মসূচি শেষে বঙ্গবন্ধুকন্যা সিলেটের হযরত শাহ পরান (র.)- এর মাজারও জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
এদিকে এই মাঠের সমাবেশে ১০ লাখ জনসমাগম ঘটাতে কাজ করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন। শেখ হাসিনার নির্বাচনী এই সভাকে সফল করে তুলতে সিলেটে অবস্থান করছে কেন্দ্র থেকে যাওয়া আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধিদল। গত ১৩ ডিসেম্বর দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধিদলের এই সদস্যরা সিলেটে পৌঁছেন। সিলেট বিভাগের চার জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক প্রস্তুতি সভা করেন কেন্দ্রীয় নেতারা। সভায় ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সভা আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ করার জন্য কেন্দ্রীয় নেতারা নির্দেশনা প্রদান করেন। এ সময় সিলেট বিভাগের ১৯টি আসনের সকল নৌকার প্রার্থীকে অন্তত ১০ হাজার করে নেতাকর্মী-জনগণ নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।
জাতীয় সংসদ নির্বাচন আর আওয়ামী লীগের জনসভা উপলক্ষে সিলেট নগরীজুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালের ২১ জুন বন্যাকবলিত সিলেটের মানুষের দুঃখ-দুর্দশার করুণ চিত্র দেখতে হেলিকপ্টারযোগে সিলেট সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’