Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫৩, ২২ নভেম্বর ২০২৩

ভোটের আগে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ জানুয়ারি। সে হিসেবে নির্বাচনের বাকি আর মাত্র ৪৬ দিন। এরমধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনের আগে আগে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এই জোট ঘোষণা করেন জোট প্রধান ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

জোটের অন্য দলগুলো হলো, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

এ সময় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে যুক্তফ্রন্ট। ১০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি রয়েছে আমাদের। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়