Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

পলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৫:৫০, ২৬ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৫১, ২৬ মার্চ ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আজ মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাছাড়া “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।


এসময় তিনি বলেন, আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সূচনা হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। অর্জিত হয় মহান স্বাধীনতা। তারপর থেকেই প্রতি বছর ২৬ মার্চকে পালন করা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে। এই মহার্ঘ্য স্বাধীনতা অর্জন করতে বাঙালি জাতিকে করতে হয়েছে দীর্ঘ সংগ্রাম, দিতে হয়েছে এক সাগর রক্ত।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনজুর রহমান (বিপিএম, পিপিএম বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক জেলা ইউনিট কমান্ড মো. জামাল উদ্দিন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, বীর মুক্তিযোদ্ধা এস এম মুজিব, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়