আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
মাআশা আমিনির মৃত্যু : গোটা ইরান কাঁপছে হিজাব বিরোধী বিক্ষোভে
টানা পঞ্চম দিনের বিক্ষোভে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে
সম্প্রতি ইরানে হিজাব কাণ্ডে আটক মাআশা আমিনি (২২) নামের এক তরুণী পুলিশের আটকের পর মারা যান। ইরান পুলিশ হেফাজতে মাআশা আমিনির মৃত্যুর ঘটনায় গোটা ইরান কাঁপছে হিজাব বিরোধী বিক্ষোভে। টানা পঞ্চম দিনের বিক্ষোভে অন্তত তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও বিবিসি।
দেশটিতে অধিকার, নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিসহ অসংখ্য ইস্যুতে বিরাজমান ক্ষোভের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিবিসি’র খবরে বলা হয়, ইরানের কোনো কোনো জায়গায় বিক্ষোভকারী নারীরা তাদের মাথার হিজাব খুলে তাতে আগুন ধরিয়ে দেন।
এর আগে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ২২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করে দেশটির নীতি পুলিশ। ‘অনুপযুক্ত পোশাক’ পরার অভিযোগে পুলিশ ভ্যানে তুলে আমিনিকে মারধর করা হয় বলে অভিযোগ তোলেন প্রত্যক্ষদর্শীরা। যদিও ইরানি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে গত বছরে দেশটিতে পানি সংকটের কারণে হওয়া আন্দোলনের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। তবে বিক্ষোভকে উসকে দেওয়ার জন্য বিদেশি এজেন্ট ও অনির্দিষ্ট সন্ত্রাসীদের দায়ী করেছে ইরানের সরকার।
টানা পাঁচ দিন ধরে ইরানে বিক্ষোভ অব্যাহত আছে। প্রথম দিন ১৫ সেপ্টেম্বর মাহাশা আমিনির জন্মস্থান কুর্দিস্তান প্রদেশের শাকাজ শহরে ব্যাপকমাত্রায় বিক্ষোভ শুরু হয়। পরে দেশটির উত্তর-পশ্চিমের আরও কয়েকটি প্রদেশে তা ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবারের শেষের দিকে বেশ কয়েকটি শহরে ‘সীমিত সমাবেশ’ হওয়ার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ সময় বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দেন, পুলিশের গাড়িতে ঢিল ছোড়ে এবং সরকারি সম্পত্তির ক্ষতি করা হয় বলেও দাবি করা হয়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও’তে দেখা যায়, ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়েছে পড়েছে। তবে ভিডিও’র তথ্য যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স। এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলে বিক্ষোভ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। সেখানে অন্তত তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছেন সরকারি কর্মকর্তা এবং অ্যাক্টিভিস্টরা।
কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানিয়েছে, গত সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই তিনজন নিহত হয়েছেন।
নিহতের ঘটনাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করেছেন কুর্দিস্তানের গভর্নর ইসমাইল জারেই কুশা। এজন্য অনির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন তিনি। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে ইসমাইল জারেই কুশা বলেন, ‘দিভান্ডাররেহ শহরের একজন নাগরিককে এমন অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে যেটি সশস্ত্র বাহিনী ব্যবহার করে না। সন্ত্রাসবাদী দলগুলো এমন হত্যার চেষ্টা করছে।’
- ইচ্ছেমতো হিজাব পরায় তরুণীকে পুলিশের মারধর, তরুণীর মৃত্যু
- পুষ্পের চেয়েও পবিত্র এই বাচ্চাটাকে ওরা হত্যা করেছে
তেহরানের গভর্নর মোহসেন মনসুরি দেশটির রাজধানীতে বিক্ষোভের জন্য বিদেশি এজেন্টদের অভিযুক্ত করেছেন। তিনি বলেন, রাতের বেলা সমাবেশ থেকে তিনজন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
চলমান বিক্ষোভ প্রশমিত করার প্রচেষ্টায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সহযোগী আমিনির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমিনির মৃত্যুতে ব্যথিত হয়েছেন খামিনি।
খামেনির প্রতিনিধি আবদোলরেজা পুরজাহাবি দেশটির কুর্দিস্তান প্রদেশে আমিনির বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সেখানে ভুক্তভোগী পরিবারকে তিনি বলেন, ‘লঙ্ঘন করা অধিকার রক্ষার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ব্যবস্থা নেবে।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’