Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ২১ আগস্ট ২০২২

মাকে প্রাণে হত্যা চেষ্ঠার অভিযোগে ছেলের কারাদন্ড

নবীগঞ্জে মাকে নির্যাতন করায় আব্দুল আহাদ (২০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন করা হয়েছে। 

রোববার (২১ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমির পুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। 

দন্ডপ্রাপ্ত আব্দুল আহাদ মৃত আব্দুল রশিকের ছেলে। বাবা আব্দুল আহাদ ও তার মা দীর্ঘদীন ধরে পূর্ব তিমির পুর গ্রামে আত্নীয়ের বাড়িতে বসবাস করে আসছিলেন।

সূত্রে জানা যায়- বিনাকারণে প্রতিদিনের মতোই রবিবার সকালে সে তার মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙ্গচুর করে। এক পর্যায়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করলে তিনি দৌড়ে এক কিলোমিটার দূরে তার মেয়ের বাড়ি গেলে আ. আহাদ তার পিছু নেয় এবং সেখানে গিয়েও তাকে হত্যার চেষ্টা করে। 

পরে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে তার স্বীয় দোষ স্বীকার ও অপরাধ প্রমাণ হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে আইনশৃংখলা ও প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান ও ওয়ারিস।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সেলিম তালুকদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী।

আইনিউজ/ওআর/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

কাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ || Eye News || Moulvibazar

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়