Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৬ নভেম্বর ২০২৩

মাগুরা-১ আসনে সাকিব আল হাসান পেলেন নৌকা 

মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

মাগুরা-১, মাগুরা-দুই সহ ঢাকার একটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়ন জমা দিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকেই এই আলোচিত ক্রিকেটারকে নিয়ে তুমুল আলোচনার জন্ম নেয়। অবশেষে মাগুরা-১ আসনে সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্তভাবে পেয়ে গেলেন। 

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায়  বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এই চূড়ান্ত মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে মাগুরা-১ আসনে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

অনুষ্ঠানে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। 

দুই আসনে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ 
তবে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দুই একদিনের মধ্যে এই দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের। 

অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মণি সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়