Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ৬ ডিসেম্বর ২০২৩

মিরপুর টেস্টে কিউইদের সামনে দাঁড়াতে পারছেন না শান্তরা

ছবি- ক্রিকইনফো

ছবি- ক্রিকইনফো

সিলেটের প্রকৃতিঘেরা স্টেডিয়ামে ঘরের মাঠে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ফলে একই একাদশ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে আজ নেমেছে। কিন্তু ঢাকা টেস্টে অনুজ্জ্বল বাংলাদেশ। ইনিংসের প্রথম ১৫ ওভারের মধ্যেই ৪টি উইকেট হারিয়ে রীতিমত চাপে আছে বাংলাদেশ। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসানের শুরু থেকেই হাঁসফাঁস অবস্থা। শুরুতে কিউই পেসারদের কোনো মতে সামাল দিলেও স্পিনাররা আক্রমণে আসতেই আরও নাজুক অবস্থায় পড়ে যান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান।

১১তম ওভারে প্রথম সাফল্য পায় নিউজিল্যান্ড। স্পিনার মিচেল স্যান্টনার জাকিরকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন। ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারে প্রথম বলে আউট হন জয়ও। তিনি প্যাভিলনে ফেরার আগে ১৪ রান করেন। তাকে ফেরান আরেক স্পিনার এজাজ প্যাটেল।

শুরুর ধাক্কা সামলে ওঠার আগে এজাজ প্যাটেল আবারও টাইগার শিবিরে আঘাত হানেন। তার বলে মুমিনুল হক (৫) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা টাইগার অধিনায়ক ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছে খাদের কিনারা থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। তিনি মাত্র ৯ রান করে স্যান্টনারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। 

মুশফিক ১০ ও শাহাদাত হোসেন শূন্য রানে ক্রিজে রয়েছেন। 

বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়