Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:২০, ৭ মে ২০২৪
আপডেট: ১২:৩৪, ৭ মে ২০২৪

মৌলভীবাজার শিশু সরকারি প্রা. বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আর নেই

মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইল ছবি

মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইল ছবি

মৌলভীবাজার সদর উপজেলার শাহ মোস্তফা রোডে অবস্থিত শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম সিরাজুন্নেছা ভানু আফিয়া মৃ ত্যু  ব র ণ করেছেন। 

গতকাল সোমবার (০৬ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বেগম সিরাজুন্নেছা ভানু আফিয়ার পরিবারের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

তাঁর পরিবার সূত্রে জানা যায়,  মরহুমার প্রথম জানাজার নামাজ আজ মঙ্গলবার (০৭ মে) দুপুর ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলা (কোর্ট) জামে মসজিদ প্রাঙ্গণে এবং আছরের নামাজের পর কুলাউড়া, কাদিপুর, কিয়াতলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

বেগম সিরাজুন্নেছা ভানু আফিয়া মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে নিজ বাড়িতে থাকতেন। তিনি প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর খালেদুর রহমান ও প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. খলিলুর রহমানের ছোট বোন। পাশাপাশি তিনি মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সদস্য ছিলেন। 

বেগম সিরাজুন্নেছা ভানু আফিয়া দীর্ঘদিন শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্বে ছিলেন। তাঁর মৃ ত্যু তে সহকর্মী শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়