নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:২৭, ২ মার্চ ২০২৪
মৌলভীবাজার পৌরসভা বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদান
মৌলভীবাজার পৌরসভা বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদান। ছবি- আই নিউজ
মৌলভীবাজার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ১১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৯০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
শনিবার (০২ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ও শিক্ষা কমিটির বাস্তবায়নে পৌর জনমিলন কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়।
পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষা কমিটির আহ্বায়ক মো. আবদুল খালিক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিক্ষা কমিটির সদস্য জসীম উদ্দীন মাসুদ প্রমুখ।
এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, অভিভাবক সৈয়দ সলমান আলী, শিক্ষার্থীদের পক্ষে শতাব্দী রায় প্রমুখ।
এতে শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা শিক্ষা কমিটির সদস্য শীর্মিলা দেব ও রুমেল আহমেদ।
মেয়র ফজলুর রহমান বলেন- ২০২১ সাল থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চালু হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’