নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে মৌলভীবাজারে মোট চারটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে আলোচনায় মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসন। ১৯৮৪-২০১৪ পর্যন্ত এ আসনের সীমানা কমলগঞ্জ উপজেলার আদমপুর, শমশেরনগর ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত থাকলেও। বর্তমানে শুধুমাত্র কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন।
আসন্ন নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রভূমি মৌলভীবাজার-২ আসন। এই আসনে নৌকা মনোনীত আওয়ামী লীগের প্রার্থ শফিউল আলম চৌধুরী ছাড়াও আছেন হেভিওয়েট আরও দুই প্রার্থী। এরমধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সফি আহমদ সলমান এবং তৃণমূল বিএনপির এম এম শাহীন। নৌকার দলীয় প্রার্থীর শক্তির বাইরে এই দুই প্রার্থীও শক্তিমত্তা দিয়ে আছেন ভোটের আলোচনায়। ধারণা করা হচ্ছে, এই তিনজন থেকে একজন হবেন আগামী ৫ বছরের জন্য এ আসনের এমপি। কুলাউড়া আসনের ভোটাররা কাকে বেছে নেবেন সেটাই এখন দেখার বিষয়।
২০০৮ সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে। মৌলভীবাজার-২ আসনটি বর্তমানে কুলাউড়া উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। কুলাউড়ায় মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ৫৪ জন।
যার মধ্যে পুরুষ ভোটার আছেন ১ লাখ ৪৬ হাজার ৩৬৬ জন। এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৬৮৮ জন। মোট ভোটারের মধ্যে মাত্র ২৩ হাজার ৫৫৬ জন পৌরসভার। বাকি ২ লাখ ৬১ হাজার ৪৯৮ জন ভোটার তেরোটি ইউনিয়নের।
-
বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী শমশেরনগর স্কুল ভবনের উদ্বোধন
-
রাজনগরে চা শ্রমিকদের সঙ্গে জিল্লুর রহমানের জনসংযোগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে ভোটের মাঠে আছেন মোট ৮ জন। তাঁরা হলেন, আওয়ামী লীগের প্রার্থ শফিউল আলম চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সফি আহমদ সলমান (ট্রাক প্রতীক), তৃণমূল বিএনপির এম এম শাহীন (সোনালী আঁশ), জাতীয় পার্টির আব্দুল মালেক (লাঙ্গল প্রতীক), ইসলামি ফ্রন্টের মাহতাব হোসেন (মোমবাতি প্রতীক)), ইসলামি ঐক্যজোটের মাওলানা আসলাম হোসাইন রহমানী (মিনার প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন (কাঁচি প্রতীক) এবং বিকল্পধারার কামরুজ্জামান সিমু (কুলা প্রতীক)।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। সে বছর নির্বাচনে তিনি গণফোরামের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যদিও, এবছর আওয়ামী লীগের নৌকা প্রতীকেও মনোনয়ন চেয়েছিলেন উপজেলার আলোচিত এই নেতা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’