Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৩৬, ২৯ নভেম্বর ২০২৩

মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম সিআইপি

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ রহিম সিআইপি। ফাইল ছবি

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ রহিম সিআইপি। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ রহিম সিআইপি। 

যদিও সিআইপি রহিমের কাছ থেকে এখনো এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে, একাধিক সূত্র তাঁর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি জানিয়েছেন। তারা জানান, নৌকা থেকে মনোনয়ন চেয়ে না পেলেও এবছর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন সিআইপি এম এ রহিম। 

এম এ রহিম সিআইপি ১৯৭৭ সালে জেলা ছাত্র লীগের সদস্য ছিলেন। পরে, ১৯৭৯ সালে মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর কিছুদিন পর যুক্তরাজ্যে পাড়ি জমান এই ছাত্রনেতা। সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। 

সিআইপি রহিম একাধিকবার ব্রিটিশ কাউন্সিলার হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ৮ বার দায়িত্ব পালন করেন তিনি। 

এদিকে, মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এই আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদকে বসিয়ে নতুন মুখ জিল্লুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। 

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একসঙ্গে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেন। এ সময় মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমানের নাম ঘোষণা করেন কাদের। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়