Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে মাজহারুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে ডাকাতরা  ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ২ বছরের এক শিশুকে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে ডাকাতি করে। ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি ভোক্তভোগী পরিবারের। 

এ বিষয়ে বাড়ির মালিক মাজহারুল ইসলাম জানান, ৭ থেকে ৮ জন ডাকাত বাড়িতে আসে। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। ডাকাতরা তার ২ বছরের শিশু সন্তানকে অস্ত্রেরমুখে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করে।

ঘটনার ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে. এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়