নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:০৮, ১০ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজারে কে হচ্ছেন মন্ত্রী
দ্বাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজারের বিজয়ী চার সাংসদ
দ্বাদশ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে আজ। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে জোর আলোচনা চলছে কাদের নিয়ে গঠিত হচ্ছে মন্ত্রিসভা। মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের ভোটাররাও অপেক্ষায় মৌলভীবাজারে কে হচ্ছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী জানার জন্য।
আজ বুধবার (১০ জানুয়ারি) নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ করানো হয়েছে। এই সাংসদদের মধ্য থেকে যোগ্যতম এমপিদের নিয়ে গঠিত হবে নতুন মন্ত্রিসভা। যা আগামী পাঁচ বছর দেশের শাসনভার দেখভাল করবে। এবছর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ।
মৌলভীবাজারের চারটি সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে সব নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে দুইজনই আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নেতা। একজন মৌলভীবাজার-১ আসনের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বর্তমান মন্ত্রী মো. শাহাবুদ্দিন। আরেকজন মৌলভীবাজার-৪ আসনের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ দুজনের বাইরে মৌলভীবাজার-২ এবং মৌলভীবাজার-৩ আসনে এবছর নতুন দুই নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন। যারা আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী হবার জোর আলোচনায়ও।
মৌলভীবাজার-১ আসনের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বর্তমান মন্ত্রী মো. শাহাবুদ্দিন এই পদে আবারও মন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। তবে মন্ত্রিপরিষদ গঠনের পর সেটা নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসনের সাতবারের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবার মন্ত্রীত্ব পাওয়ার আলোচনায় আছেন। যদিও বিষয়টি নিয়ে শক্তপোক্ত তথ্য পাওয়া যায় নি। তবু তাঁরা দুজনেই আছেন মন্ত্রিসভার যুক্ত হবার আলোচনায়।
মৌলভীবাজারে যে দুজনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁরা হলেন মৌলভীবাজার-২ এবং মৌলভীবাজার-৩ আসনে জয়ী আওয়ামী লীগের সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল এবং মোহাম্মদ জিল্লুর রহমান। দুজনেই যদিও এবছর প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন। সাংসদ হবার আগেও নাদেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও আছেন।
স্থানীয় একাধিক রাজনৈতিক নেতারা শফিউল আলম চৌধুরী নাদেলের মন্ত্রীত্ব পাবার ব্যাপারে বেশ আশাবাদী। তাঁরা বলছেন, যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা বিবেচনায় নিলে প্রধানমন্ত্রীর গঠিত মন্ত্রিসভায় তালিকাভুক্ত হতে পারেন তিনি।
অন্যদিকে, গুঞ্জন আছে মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত এমপি শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে নিয়েও। জানা গেছে, মৌলভীবাজারে আওয়ামী রাজনীতিতে নামা তরুণ এ এমপিও আছেন মন্ত্রী হবার আলোচনায়। মোহাম্মদ জিল্লুর রহমান এর আগে বিশ্বব্যাংকের নগর পল্লি উন্নয়ন বিষয়ে পাঁচ বছর কাজ করেছেন।
তাছাড়া, বাংলাদেশের বৃহৎ গ্লাসওয়্যার কোম্পানি অলিলা গ্রুপের কর্ণধার তিনি। তরুণ শিল্পপতি হিসেবে বাংলাদেশ সরকারের স্বীকৃতিও পেয়েছেন তরুণ এই সাংসদ। এসব যোগ্যতাকে সামনে রাখলে জিল্লুর রহমানও থাকতে পারেন প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভায়।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভায় শপথ গ্রহণের সকল ধরনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এ উপলক্ষে বঙ্গভবনে এক হাজার অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’