Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজার শিল্পকলা একাডেমির পিঠা উৎসবে সেরা স্টল

এবছর পিঠা মেলায় সেরা স্টল নির্বাচিত হয়েছে ঐতিহ্যের স্বাদের পিঠাঘর। ছবি- আই নিউজ

এবছর পিঠা মেলায় সেরা স্টল নির্বাচিত হয়েছে ঐতিহ্যের স্বাদের পিঠাঘর। ছবি- আই নিউজ

উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শেষ হয়েছে তিনদিনব্যাপী পিঠা মেলা। সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে ক্রেস্ট ও সার্টিফিকেট।  

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তিনদিনব্যাপী পিঠা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। 


এ সময় উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক এবং জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য হাসানাত কামাল, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য নিখিল রঞ্জন দাশ, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য শরীফ উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা প্রমুখ। 

এবছর পিঠা মেলায় সেরা স্টল নির্বাচিত হয়েছে ঐতিহ্যের স্বাদের পিঠাঘর।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়