পলি রানী দেবনাথ, মৌলভীবাজার
মৌলভীবাজারে স্মার্ট স্থানীয় সরকার গড়ে তোলার প্রত্যয়
মৌলভীবাজারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় র্যালি। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলায় স্মার্ট স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, সাংবাদিক ও সুধীজনেরা। “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র্যা লি বের হয়। র্যা লী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে।
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু, গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন- স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদকে বিকেন্দ্রীকরণ করতে হবে। জনগণের মাঝে সেবা পৌঁছে দিতে সকলকে কাজ করতে হবে। সকলকে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন কার্যক্রম সকল ক্ষেত্রে কাজ করতে হবে।
জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেন- স্থানীয় সরকার প্রতিষ্ঠান যত বেশি শক্তিশালী হবে জনগণ তত বেশি সেবা পাবে। গ্রাম আদালতে স্থানীয় জনসাধারণের অনেক সমস্যা সমাধান করা হচ্ছে। এতে জনগণের ভোগান্তি কমছে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে বলেন- স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। গ্রাম আদালত জনপ্রিয় হচ্ছে। আগে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যেত। এখন সেটা তিন লাখ টাকা করা হয়েছে।
বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল তাঁর বক্তব্যে বলেন- স্মার্ট স্থানীয় সরকার গঠন করতে হলে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। স্মার্ট জনপ্রতিনিধি তৈরি করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’