Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের নিজস্ব ভবন উদ্বোধন 

হার্ট ফাউন্ডেশন ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। ছবি- আই নিউজ

হার্ট ফাউন্ডেশন ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। ছবি- আই নিউজ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার প্রধান কার্যালয়ের উদ্বোধন হয়েছে। যেখানে হৃদরোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। পর্যায়ক্রমে গড়ে তোলা হবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র। 

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলির ঘড়ুয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। 

হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলীর খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজ এবং বিএমএ মৌলভীবাজারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, জমিদাতা ডা. সুধেন্দু বিকাশ দাশ, রাজনীতিবিদ অপূর্ব কান্তি ধর, কানাডা প্রবাসী প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার সাজু, অধ্যাপক আব্দুল খালিক, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান মুজিব. অধ্যাপক ম. সেলিম, অধ্যাপক মো. মহসিন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট আজাদুর রহমান, অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, প্রবাসী ফারুক আহমদ, ব্যবসায়ী সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, ব্যবসায়ী আনোয়ার ইকবাল, ব্যবসায়ী নুরুল ইসলাম কামরান, ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমদ রিমন, ব্যবসায়ী মৃন্ময় রায় প্রমুখ।

১০০ বছরের পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের কার্যক্রম। ছবি- আই নিউজ 


হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু আই নিউজকে বলেন- ‘এখন প্রতি মাসে দুইদিন হার্টের প্রাথমিক চিকিৎসা ক্যাম্প করা হবে। সেটা হবে বিনামূল্যে। পর্যায়ক্রমে গড়ে তোলা হবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র। থাকবে হেলিপ্যাড। ১০০ বছরের পরিকল্পনা করে আমরা এগিয়ে যাচ্ছি। সেলক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। সরকারি-বেসরকারি সকলের সহযোগিতা প্রয়োজন।’

হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের অন্যতম সদস্য আবদুল হামিদ মাহবুব বলেন- ‘হৃদরোগের চিকিৎসা এমন একটা বিষয় রোগী হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, নতুবা বাক্সবন্দি দে হয়ে যাবে। এজন্য এই চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ। আর হার্টের প্রাথমিক চিকিৎসা ও যত্নটা খুবই জরুরি। সেটা চিন্তা করে আমরা হার্ট ক্যাম্প কেন্দ্র চালু করেছি।’

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন- ‘এই হার্ট ফাউন্ডেশনের জন্য জেলা পরিষদ থেকে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া রাস্তা ইটসলিং করে দেওয়া হবে।’

জানা গেছে, হার্ট ফাউন্ডেশনের জন্য চার বিঘা জমি দান করেন ঘড়ুয়ানিবাসী প্রবাসী ডা. সুধেন্দু বিকাশ দাশ। ফাউন্ডেশনের যাতায়াতের রাস্তার জন্য জমি দান করেন ঘড়ুয়া গ্রামের মানুষরা।

২০২৩ সালের ১৯ নভেম্বর ভবনটির ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। পরে ভবন নির্মাণে সহযোগিতা করে জেলা পরিষদ। এছাড়া বিভিন্ন ধনাঢ্যজনের দান এবং সরকারি-বেসরকারি সহায়তায় একটি ভবন নির্মাণ করা হয়। যেখানে হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের প্রধান কার্যালয় ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়