Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ২০ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারের খানদানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

অভিযানে দুইটি রেস্টুরেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়

অভিযানে দুইটি রেস্টুরেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, ময়লা ফেলার ডাস্টবিন খোলা অবস্থায় রাখা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ নানা অভিযোগে মৌলভীবাজারে সিলেট রোডস্থ খানদানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার সিলেট রোড, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় রেষ্টুরেন্ট ও হোটেল মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে খানদানী রেস্টুরেন্ট ছাড়াও কুসুমবাগে অবস্থিত পাঁচ ভাই রেস্টুরেন্টকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে  এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ মৌলভীবাজারের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়েছে।

তিনি জানান- অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, ময়লা ফেলার ডাস্টবিন খোলা অবস্থায় রাখা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুসারে খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সিলেট রোডে অবস্থিত খানদানী রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, কুসুমবাগে অবস্থিত পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মি. আলা-আমিন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়