Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারের তিনটি আসনে নিরুত্তাপ ভোটের আমেজ

মৌলভীবাজারের প্রায় সব আসনে নৌকা প্রার্থীর প্রচারণাই বেশি। ছবি- এম এ মোস্তফা

মৌলভীবাজারের প্রায় সব আসনে নৌকা প্রার্থীর প্রচারণাই বেশি। ছবি- এম এ মোস্তফা

মৌলভীবাজার জেলার মোট চারটি সংসদীয় আসনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় একটি আসন। বাকি তিনটি আসনে চলছে নিরুত্তাপ ভোটের প্রচার। কিছু আসনে প্রচার-প্রচারণায় মাঠে নৌকার প্রার্থী সরব থাকলেও প্রচারণায় মিলছে না অন্যান্য দল স্বতন্ত্র প্রার্থীদের। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনটিকে ঘিরে গুঞ্জন সাধারণ ভোটারদের মাঝে। কেননা, এই আসনে আসন্ন নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা সবার। কিন্তু, এ আসন ছাড়া মৌলভীবাজারের বাকি তিন আসনে ভোটের আমেজ অনেকটাই নিরুত্তাপ। 

মৌলভীবাজার-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে প্রচারণায় আছেন শুধু নৌকার প্রার্থী মো. শাহাবুদ্দিন এমপি। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আহমেদ রিয়াজ উদ্দিনের পক্ষেও আসনের বিভিন্ন এলাকায় ব্যানার-পোস্টার টানানো হয়েছে। কিন্তু, স্বার্বিক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শুধু নৌকার প্রার্থী। বাকি দুই প্রার্থীর পক্ষে তেমন প্রচারণা নেই মৌলভীবাজার-১ আসনে।

মৌলভীবাজার-১ আসনের বাকি দুই প্রার্থীর মধ্যে একজন হলেন স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম (ট্রাক প্রতীক) এবং তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন (সোনালী আঁশ প্রতীক)। তারা দুজনও প্রচারণায় আছেন। তবে, ভোটারদের নজর কাড়তে পারছেন না তেমন। ধারণা করা হচ্ছে এই আসনে বর্তমান সাংসদ শাহাবুদ্দিন এমপি আবারও নির্বাচিত হয়ে আসবেন। তাই এই আসনে নির্বাচনের আমেজে কোনো নতুন উত্তাপ লাগেনি।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের অবস্থাও অনেকটা একই। এই আসনে নৌকা প্রতীকের নতুন প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের পক্ষে আসনে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। মাইকে নৌকা মার্কার পক্ষে বাজছে জিল্লুর রহমানের গান। নিজেও সাধারণ ভোটারদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী। কিন্তু, চিত্রটা কিছু ঢিমে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে। 

মৌলভীবাজার-৩ আসনে নৌকার বিপক্ষে তেমন কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় এখানে সব আলোচনা নৌকার প্রার্থী জিল্লুর রহমানকে ঘিরেই। যদিও মৃদুমন্দ প্রচারে মাঠ আছেন জাসদ এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোছাব্বির এবং মো. আলতাফুর রহমান। তবে, ভোটারদের আকৃষ্ট করতে পারছে না তারা। ফলে ভোটের মাঠ জমে ওঠছে না বলছেন অনেকেই। 

মৌলভীবাজার-৩ আসনের মতো মৌলভীবাজার-৪ আসনেও নৌকার প্রার্থীর বিপক্ষে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নিরুত্তাপ এই আসনের ভোটের পরিবেশ। নৌকার প্রার্থী ছয় বারের এমপি মো. আব্দুস শহীদ এ আসনের বারবার নির্বাচিত সাংসদ। এবারও তিনিই নির্বাচিত হবেন বলে ধারণা সবার। তাই, অন্যান্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। 

মৌলভীবাজার-৩ আসনের একজন ভোটার সঞ্জয় কুমার বলেন, আমাদের আসনে নৌকার প্রার্থীকে ঘিরেই সব আলোচনা। এখানে সিআইপি রহিমের পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি না পাওয়ায় আপাতত নির্বাচনি মাঠ একপক্ষের প্রচারণায় মুখর। তাছাড়া, অন্যান্য যেসব প্রার্থীর প্রচার চলছে তা খুব কম। নৌকার প্রার্থীর প্রচারণাই বেশি হচ্ছে শহরে। 

মৌলভীবাজার-১ আসনের তরুণ ভোটার সাগর আচার্য্যও জানান একই কথা। মৌলভীবাজার সরকারি কলেজে রসায়ন বিভাগের নতুন এ ভোটার বলেন, আমি এ বছর প্রথম ভোট দেব। সেজন্য ব্যক্তিগতভাবে ভোট আসার পর থেকে একটা আমেজের মধ্যে আছি। কিন্তু, ভোটের স্বার্বিক পরিবেশের কথা বললে আমাদের আসনে নৌকার প্রার্থীর বাইরে বাকি সবাই প্রচার-প্রচারণায় অনেকটাই পিছিয়ে আছেন। নিরব আছেন বলা যায়। ফলে ভোটের মূল আমেজটা পাওয়া যাচ্ছে না। প্রচার-প্রচারণায় সব প্রার্থী থাকলে আলোচনা, গুঞ্জন আরও বেশি থাকতো। 

এদিকে, ভোটারদের নির্বাচনে ফেরাতে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকের মতো কর্মসূচি প্রতিদিন করছেন নৌকার প্রার্থীরা। তারা ভোট দিতে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন। সেই সঙ্গে বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাইছেন নৌকার পক্ষে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়