নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:৪৯, ২২ নভেম্বর ২০২৩
মৌলভীবাজারের ৪টি আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা
মৌলভীবাজারে ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র বিক্রির মধ্য দিয়ে শেষ হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন বিক্রি ও জমাদান প্রক্রিয়া। দেশের কয়েক হাজার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন। মনোনয়ন কিনেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীসহ নতুন অনেকেও।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জন্য মনোনয়ন কিনেছেন বতর্মান ও সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ ও যুবলীগ সভাপতি এবং প্রবাসীসহ অনেকে।
দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে নেছার আহমদই পাবেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন।
এ ছাড়াও, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম (সিআইপি), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গফ্ফার, জেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী টিপু রহমান, ওলিলা গ্রুপের মালিক শিল্পপতি মো. জিল্লুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আহাদ চৌধুরী।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): এ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা নবারুণ দাস রিপন, মো. আকরাম খান।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নৌকা প্রতীক চান ১০ জন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শফি আহমদ সলমান, পৌর মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. আতাউর রহমান শামিম, সিলেট বিএমএ এর সভাপতি ডা. রোকন উদ্দিন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, সাবেক নৌ বাহিনী কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য সাদরুল ইসলাম খাঁন, যুক্তরাজ্য প্রবাসী ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কামাল হাসান।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন। এর মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুর ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. আকরাম খান এবং মো: মোছাব্বির হেসেন।
তারা সকলেই মননয়ন পত্র বিক্রির উদ্বোধন হবার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার পৃথক ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’