আই নিউজ ডেস্ক
যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: ওবায়দুল কাদের
ছবি- সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সতর্ক আছি। কোনো বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচনে যতই বাধা আসুক আমরা তা মোকাবিলা করবো। জেনে-বুঝেই আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি।
কাদের বলেন, আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে, ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে। দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন বানচাল নিয়ে যেমন ষড়যন্ত্র আছে তেমনি আমাদের জোট নিয়েও বিভিন্ন ধরনের শঙ্কা, গুজব, গুঞ্জন আছে। তবে আমরা সতর্ক আছি। আমাদের বিভ্রান্ত করতে পারবে না।
গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধেরই ষড়যন্ত্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরো জোরদার করছে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের