Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১২ আগস্ট ২০২৩

রজনীকান্তের ছবি দেখতে অফিস ছুটি ঘোষণা 

রজনীকান্ত অভিনীত জেলার সিনেমার অফিশিয়াল পোস্টার। ছবি- অনলাইন

রজনীকান্ত অভিনীত জেলার সিনেমার অফিশিয়াল পোস্টার। ছবি- অনলাইন

প্রায় দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরলেন তামিল সিনেমার থালাইভা খ্যাত অভিনেতা সুপারস্টার রজনীকান্ত।  ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে দর্শক আর ভক্তবৃন্দের মাঝে নতুন ঝড় সৃষ্টি করেছেন রজনী। এরিমাঝে তাঁর ‘জেলার’ সিনেমাটি দেখার জন্য কিছু কিছু এলাকায় অফিস ছুটির ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

থালাইভা হিসেবে পরিচিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটিতে রজনীকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে। মুক্তির পর থেকেই রীতিমতো হল কাঁপাচ্ছে সিনেমাটি। 

হলে গিয়ে প্রিয় তারকার সিনেমা উপভোগের সুযোগ করে দিতে চেন্নাই-বেঙ্গালুরুসহ আরও কিছু এলাকার অফিসগুলোতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নির্মাতারা আশা করছেন সিনেমা হলগুলোতে ধামাকা হবে ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে। সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও চলছে রজনীকান্ত-জ্বর।

‘জেলার’ সিনেমা মুক্তির দিনে ৯০ শতাংশের বেশি স্ক্রিন সিনামাটি নিজের দখলে রাখবে বলে মনে করা হচ্ছে, যা রজনীকান্তের জন্য ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ‘জেলার শোকেস’ নামে সিনেমাটির প্রথম ট্রেইলার মুক্তি পায়। এ ছাড়া ঝড় তোলে তামান্না ভাটিয়ার নাচে ‘কাভালা’ শিরোনামের গানটি।

সিনেমাতে রজনীকান্তের চরিত্রের নাম, টাইগার মুথুভেল পান্ডিয়ান যিনি একজন পুলিশ অফিসারের বাবা।

‘জেলার’ সিনেমায় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত ছাড়াও আরও আছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি ও বিনায়কানের মতো শিল্পীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়