Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ৫ নভেম্বর ২০২৩

রাজধানীতে সন্ধ্যায় যাত্রীবাহী বাসে আগুন 

আজ সন্ধ্যায় যাত্রীবাহী বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

আজ সন্ধ্যায় যাত্রীবাহী বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

রাজধানী ঢাকার বাংলামোটর মোড় এলাকায় আজ সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এসময় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের আজ প্রথম দিন আজ। এর আগে ঢাকার বিভিন্ন ১১ ঘণ্টায় ১০টি বাসে আগুন দেয়ার খবর জানা যায়। 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়