Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৩১, ২২ মে ২০২৪

রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে জয়ী মো. শাহজাহান খান 

পুনরায় রাজনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মো. শাহজাহান খান।

পুনরায় রাজনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মো. শাহজাহান খান।

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। 

বুধবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা। 

ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রওনক আহমেদের থেকে প্রায় ২০ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে কাপ পিরিচের মো. শাহজাহান খান।

প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, কাপ পিরিচ মার্কা নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান পেয়েছেন ৪৪ হাজার ৪৮টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের  রওনক আহমেদ পেয়েছেন ২৪ হাজার ৩টি ভোট। অন্য চেয়ারম্যান প্রার্থী আহমদ বিলাল আনারস মার্কায় পেয়েছেন ১০ হাজার ৮৬৫ ভোট। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজনগরে এবার মোট ৭৮ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে ভোটপ্রদান করেছেন শতকরা ৪৩ দশমিক ৬২ শতাংশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়