Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ২২ আগস্ট ২০২২
আপডেট: ২০:৩১, ২২ আগস্ট ২০২২

‘রাতের অন্ধকারের সিদ্ধান্ত মানি না’

আবারও উত্তাল চা বাগানগুলো। এবার চা শ্রমিকদের সুর পাল্টে গেছে। তারা এখন চটেছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে। তাদের দাবি, চা শ্রমিকদের সাথে কোন আলোচনা না করে কিভাবে নেতারা সিদ্ধান্ত নিয়ে নেন। 

চা শ্রমিক আন্দোলন নতুন মোড় নিয়েছে। গতকাল রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজারে প্রশাসনের সাথে চা শ্রমিক ইউনিয়নের বৈঠকে কাজে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, তা প্রত্যাখান করেছেন সাধারণ শ্রমিকরা। তারা আজ সোমবার (২২ আগস্ট) সকালে কাজে গিয়ে দুপুরে ফিরে আসে।

‘রাতের অন্ধকারের সিদ্ধান্ত’ মানেন না বলে জানিয়ে দিয়েছেন চা-শ্রমিকরা। ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনে অনড় থাকবেন তারা। তাদের দাবি একটাই। প্রধানমন্ত্রী যদি সরাসরি ভিডিও কলে তাদের সাথে কথা বলেন, এবং তাদের দাবির বিষয়ে আশ্বাস দেন তাহলে তারা আন্দোলন প্রত্যাখান করে কাজে যোগ দেবেন।

এদিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক লছনা বাজার নামক স্থানে দুই ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে মাকড়িছাড়া ও গান্ধী ছড়া চা বাগানের শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে  তারা সড়ক থেকে সরে গিয়ে নাট মন্দিরে অবস্থান নেয়।

আরও পড়ুন: চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি নির্মলেন্দু গুণের

সংশ্লিষ্টরা জানান, ‘গতকাল রোববার রাত ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের  মধ্যে বৈঠক শুরু হয়। দীর্ঘ সেই বৈঠক শেষ হয় রাত তিনটার দিকে।’

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আজ সোমবার থেকে শ্রমিকরা ১২০ টাকা মজুরিতেই কাজে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে নিজেদের দাবিদাওয়া জানাবেন তারা।’

গভীর রাতে শেষ হওয়া বৈঠকের সিদ্ধান্ত  সকালে জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। বিভিন্ন ভ্যালি এবং পঞ্চায়েত কমিটির নেতারাও কেন্দ্রীয় নেতাদের ওই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির উপর অনাস্থা প্রকাশ করছেন ভ্যালি এবং পঞ্চায়েত কমিটির সভাপতিরা। সাধারণ শ্রমিকদের সঙ্গে নিয়ে তারা ৩০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনের বিষয়ে বালিশিরা ভ্যালির কালিঘাট চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অবাং তাঁতি বলেন, আমরা নেতা তৈরি করছি, আমরা তাদের নেতা বানিয়েছি। কিন্তু তারা যদি আমাদের সমস্যা না বোঝেন তাহলে তাদের নেতা থাকার দরকার নেই। আমাদের মাঠে নামিয়ে তারা উধাও হয়ে গেছেন। প্রধানমন্ত্রী টিভিতে এসে ৩০০ টাকা মজুরি হবে— এই ঘোষণা দিলে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াব। নয়ত আমাদের আন্দোলন চলবে।

মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট।

গতকাল রোববার (২১ আগস্ট) রাত ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও চা শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে বৈঠক শুরু হয়। দীর্ঘ সেই বৈঠক শেষ হয় রাত তিনটার দিকে। মূলত সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে শ্রমিক অসন্তোষ দূর করতে এই বৈঠক ডাকে স্থানীয় প্রশাসন। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বৈঠকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সহসভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্তগুলো যৌথ বিবৃতির মাধ্যমে জানানো হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসকের প্যাডে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাঁর সম্মানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট প্রত্যাহার করে আজ সোমবার কাজে যোগ দেবে। আপাতত চলমান মজুরি ১২০ টাকা হারেই শ্রমিকেরা কাজ করবেন।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়