Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫২, ১৩ নভেম্বর ২০২৩

লন্ডনের হাসপাতালে ভর্তি সালমান শাহর মা নীলা চৌধুরী

লন্ডনের হাসপাতালে ভর্তি সালমান শাহর মা নীলা চৌধুরী। ছবি- সংগৃহীত

লন্ডনের হাসপাতালে ভর্তি সালমান শাহর মা নীলা চৌধুরী। ছবি- সংগৃহীত

নব্বইয়ের দশকের বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ'র মা নীলা চৌধুরী একটি দুর্ঘটনায় আহত অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, তিনি পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

তিনি বলেন, ‌‘জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।’

নকীব জানান, আজ (রবিবার) তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তাঁর আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।

আই নিউজ/এসকেএস/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়