Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৬ ডিসেম্বর ২০২৩

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৫ আটক বাংলাদেশি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশে ফিরেছেন। 

বুধবার (৬ ডিসেম্বর) বুরাক এয়ার এর চাটার্ড ফ্লাইটে করে লিবিয়ার বেনগাজী হতে ১৪৫ জনকে বাংলাদেশে নিয়ে আসে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। 

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় খুব শীঘ্রই অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিসত্বর বাংলাদেশে ফিরিয়ে আনা হবে করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে গত ২৮ নভেম্বর বুরাক এয়ার এর চাটার্ড ফ্লাইটে করে এবং ৩০ নভেম্বর একই চাটার্ড ফ্লাইটে করে ১১০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। 

এ নিয়ে সর্বশেষ তিনটি চাটার্ড ফ্লাইটে সর্বমোট ৩৯৮ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়