Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ৩ মার্চ ২০২৪

শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক সোমবার

শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন অতিথি। ছবি- আই নিউজ

শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন অতিথি। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'- এর নবগঠিত ১৯তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হবে। এতে শাবি প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করা হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের চিফ এডভাইজার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন 'আজকের পত্রিকা'র সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

এ ছাড়াও। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়