Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১২:০২, ৮ নভেম্বর ২০২৩

শাবিতে ‘এসিএস স্টুডেন্ট চাপ্টার সাস্ট’ সংগঠনের আত্মপ্রকাশ

এসিএস স্টুডেন্ট চাপ্টার সাস্ট এর নির্বাচিত সভাপতি, সম্পাদকবৃন্দ। ছবি- আই নিউজ

এসিএস স্টুডেন্ট চাপ্টার সাস্ট এর নির্বাচিত সভাপতি, সম্পাদকবৃন্দ। ছবি- আই নিউজ

‘এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার’ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই সংগঠনের প্রথম কার্যনির্বাহি কমিটির সভাপতি হিসেবে হাবিবুর রহমান সহ-সভাপতি হিসেবে ফারিহা সানজিদা ও সাধারণ সম্পাদক হিসেবে হাসান জামিলকে মনোনীত করা হয়েছে। মনোনীত সকলেই রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ছাড়া, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আছেন, মোহাম্মদ মেহেদী হাসান, মো. আব্দুল আহাদ প্রামানিক, রাফিদ আহমেদ, মো. আশিকুর রহমান ও শেখ ফয়সাল আহমেদ। সকলেই রসায়ন বিভাগের শিক্ষার্থী। 

সংগঠনটির সূত্রে জানা যায়, এটি মূলত ‘আমেরিকান ক্যামিকেল সোসাইটি’র সাথে সংশ্লিষ্ট ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার’ এর একটি সংগঠন। এটি বাংলাদেশে ৪র্থ বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবিতে ‘এসিএস স্টুডেন্ট চাপ্টার সাস্ট’ নামে আত্মপ্রকাশ করেছে। 

সংগঠনটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি আগ্রহ তৈরি করা, শিক্ষাগত এবং পেশাদার বিকাশের সুযোগ প্রদান করা এবং রসায়নের ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

নতুন এই সংগঠনটি যাত্রা শুরুতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপাক ড. নুর উদ্দিন আহমেদ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়