শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, মধ্যরাতে অস্ত্রের মহড়া
মধ্যরাতে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিডিং রুমে চেয়ারে বসা ও এসি অন-অফ নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে মধ্য রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।
গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত নৃ-বিজ্ঞান বিভাগের রিয়াদ মিয়া সমাজিক বিজ্ঞান অনুষদের সাবেক সহ-সভাপতি মামুন শাহ ও বাংলা বিভাগের জয় পাল ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভ’র অনুসারী বলে জানা যায়। ঘটনায় জড়িত উভয়ই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রতক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সৈয়দ মুজতবা আলী হলের নিচতলায় রিডিং রুমে রিয়াদের সঙ্গে চেয়ারে বসা ও এসি অন-অফ করা নিয়ে জয় পালের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে তা হাতাহাতিতে গড়ায়। পরে রিয়াদের পক্ষে মামুন শাহের সমর্থকরা জিআই পাইপ নিয়ে জয় পালকে খুঁজতে থাকে। এসময় উত্তেজিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের দরজা জানালায় সজোরে আঘাত করতে থাকে বলে জানা যায়। মহড়া দেওয়ার সময় তাদের জয় বাংলা স্লোগান দিতে ও দেখা যায়। এতে হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করে।
এ বিষয়ে জানতে চাইলে মামুন শাহ বলেন, প্রভোস্টবডি ও আমরা গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রভোস্ট স্যার হলে না থাকায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্যার আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রের মহড়া আমি দেখিনি। তাদের বিষয়ে হল কর্তৃপক্ষ পরবর্তীতে ব্যবস্থা নিবেন। একই কথা বললেন নাজমুল হুদা শুভ।
এ বিষয়ে জানতে জয় পালকে একাধিকবার কল দিলে সাড়া পাওয়া যায়নি। অপরদিকে, রিয়াদ ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
সৈয়দ মুজতবা আলীর হলের প্রভোষ্ট আবু সাঈদ আরফিন খাঁন বলেন, ‘এই ঘটনায় দুই শিক্ষার্থীই নিজেরদের নির্দোষ বলে দাবি করছে। এর প্রেক্ষিতে তাদের কাছে লিখিত বক্তব্য চেয়েছি। আগামীকাল প্রভোস্ট মিটিং বসে এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩