Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৭:০৭, ২ আগস্ট ২০২২

শেষ টি-টোয়েন্টির নেতৃত্ব মোসাদ্দেকের কাঁধে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বইল ধরতে গিয়ে চোট পেয়ে একাদশ থেকে বাদ পড়েছেন সদ্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অহিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। আজকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন সৈকত।  

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১'এ সমতায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। এদিকে শেষ ম্যাচে তিন পরিবর্তন দেখা যাবে বাংলাদেশের একাদশে।

ওপেনার মুনিম শাহরিয়ার বাদ পড়েছেন একাদশ থেকে তার জায়গায় দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। অধিনায়ক নুরুল হাসান চোটে পড়ে ছিটকে গেছেন আর পেসার শরিফুল ইসলামও হারিয়েছেন একাদেশের জায়গা। তাদের পরিবর্তে দলে ফিরেছেন নাসুম আহমেদ এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (২ আগস্ট) হারারের স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। প্রথম ম্যাচটি ১৭ রানে হারে বাংলাদেশ। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে ১৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। এরপর দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক হোসেন এবং লিটন দাসের দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেটের বিশাল জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণি ম্যাচে মাঠে নামছে দুই দল।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়