Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১৫ আগস্ট ২০২২

শোক দিবসে রাণীশংকৈলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার ১৫ আগস্ট দুপুরে আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক রাকিব হাসান রকির সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এরিন জাবেদ জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী, কৃষকলীগ সভাপতি বাবর আলী, সাবেক প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন- যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিনা জাহান লিটা বঙ্গবন্ধুর জীবনের উপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সরকারের বিভিন্ন উন্নয়ন-কর্মের কথা তুলে ধরেন। তিনি বর্তমানে সৃষ্ট বিভিন্ন বিশ্ব সংকট  অচিরেই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আইনিউজ/এইচকে/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়