Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১১:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২২

এশিয়া কাপ ২০২২

শোধ নিলো শ্রীলংকা, ১৭৫ রান করেও পার পেলো না আফগানিস্তান

সুপার ফোরের খেলা জয় দিয়ে শুরু করলো শ্রীলংকা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

সুপার ফোরের খেলা জয় দিয়ে শুরু করলো শ্রীলংকা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

এশিয়া কাপের শ্রীলংকার সাথে প্রথম দেখার ম্যাচেই শ্রীলংকাকে তুলোধুনো করেছিলো আফগানরা। সেই হারেরই বদলা যেন গতকালকের (৩ সেপ্টেম্বর) নিয়েছে শ্রীলংকা। ১৭৫ রানের বড় লক্ষ্য দেয়া আফগানিস্তানকে হারিয়েই মাঠ ছেড়েছে কুশল ম্যান্ডিসরা।

টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ১৭৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৪৫ বলে ৮৪ রানের ঝড়ো একটা ইনিংস খেলেন গুরবাজ। ছয়টি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো ছিল তার এই ইনিংসটি। এছাড়া ইব্রাহিম এক ছক্কা ও দুই চারে ৩৮ বলে ৪০ রান করেন।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরু থেকেই আগ্রাসী ছিল শ্রীলংকা। কুশল ম্যান্ডিস পাওয়ার প্লেতে চালিয়েছিলেন ব্যাটিং তান্ডব। প্রথম ৬ ওভারে ৫৭ রান সংগ্রহ করে নেয় তারা। যার মধ্যে ৩২ রানই ছিল কুশলের ব্যাট থেকে। ১৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি। পাথুম নিশাঙ্কাও ৩৫ রান করে ফিরে যান।

ষোলতম ওভারের শেষ বলটি ছুঁড়েছিলেন আফগান পেসার নাভিন-উল-হক। অফসাইড দিয়ে করা ফুল লেংথের বলটি উড়িয়ে মারতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকশে। ডিপ কভারে দাঁড়িয়ে থাকা সামিউল্লাহ শেনওয়ারি খুব সহজেই তা তালুবন্দী করতে পারতেন। সেই ক্যাচটাই তিনি ছেড়ে দিলেন।

ফলে ম্যাচের হাওয়া আর নিজেদের পালে নিতে পারলো না আফগানিস্তান। শ্রীলংকার বিপক্ষে তারা হেরে যায় ৪ উইকেটে। সুপার ফোর পর্বটা তাই জয় দিয়েই শুরু করলেন শানাকারা।

লংকানদের হয়ে দিলশান মাধুশাঙ্কা দুটি, মহেশ থিকশানা ও আসিথা ফার্নেন্দো একটি করে উইকেট শিকার করেন। বাকি দুটি উইকেট আসে রান-আউট থেকে।

এছাড়া দানুশকা গুনাথিলাকা ৩৩ ও ভানুকা রাজাপাকশে ৩১ রান করে আউট হন। আসালাঙ্কা ছাড়া বাকি ব্যাটারদের সবার রানই ভূমিকা রেখেছে শ্রীলংকার জয়ে। শেষ পর্যন্ত হাসারাঙ্গার ৯ বলে ১৬ রানের ইনিংসে জয় ছিনিয়ে নিতে বেগ পেতে হয়নি লংকানদের।

আফগানদের হয়ে নাভিন ও মুজিব দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়