Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ১৭ ডিসেম্বর ২০২৩

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২ জন

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২ জন

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২ জন

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তাঁরা। 

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। 

রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। 

এদিকে, এই আসনে আজকে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন নির্বাচনের মাঠে আছেন তিন জন প্রার্থী। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে এখন প্রতিদ্বন্ধিতা করবেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ইসলামী ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোটের তিনজন প্রার্থী।

চা বাগান অধ্যুষিত ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভাসহ এ দু’টি উপজেলায় ভোটারদের বড় একটি অংশ চা শ্রমিক। এই আসনটিতে গত তিন দশক ধরে টানা ক্ষমতায় আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে না আসায় দলের জন্য এটি সহজ জয়ের সম্ভাবনা। 

এই আসনে আওয়ামীলীগের শক্ত প্রতিদ্বন্ধী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদি পুনরায় নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

এই আসনে অন্যদের ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করবেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়