Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৯:৫৫, ১২ নভেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলে গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। ছবি- আই নিউজ

গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্প (BRRP) এর আওতায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান-সুনগইড় প্রাইমারি স্কুল রাস্তা চেইনেজ ৪৭০ মি: নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৫ লক্ষ টাকা।

রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেদ্র প্রসাদ বর্ধন জহর।

এ ছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বেলায়েত হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়