Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সাজু মারছিয়াং

প্রকাশিত: ১৪:৫১, ১৯ আগস্ট ২০২২
আপডেট: ১৪:৫৪, ১৯ আগস্ট ২০২২

শ্রীমঙ্গলে চা বাগানে মাটি খুঁড়তে গিয়ে চারজনের মৃত্যু

চা-বাগানের প্রতীকি ছবি

চা-বাগানের প্রতীকি ছবি

ঘর সংস্কারের জন্য চা-বাগানের সুড়ঙে মাটি খুঁড়তে গিয়েছিলেন তারা। হঠাৎ মাটি চাপা দেয় পাহাড়। ঘটনাস্থলেই পাহাড়ধসে মাটিচাপায় একই পরিবারের চার নারীর মৃত্যু হয়।  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে শুক্রবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে এঘটনাটি ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক। প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। 

নিহতরা হলেন— লাখাইছাড়ার ৩৪ বছর বয়সী হীরা রানী ভূমিজ, ২০ বছরের রীনা ভূমিজ, ২৩ বছরের পূর্ণিমা ভূমিজ ও ৩৪ বছর বয়সী রাধামনি মাহালী।

কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেষ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ জানান, ওই চার নারীর মধ্যে একজন লাখাইছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী রাধামনি মাহালী। 

এদিকে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

আই নিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়