শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২০:১০, ৯ আগস্ট ২০২২
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসি দিবস পালিত
আজ ৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস।
জাতিসংঘ ঘোষিত এবারের মুলসূর "ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণে ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের উদ্যোগে আর্ন্তজাতিক আদিবাসী দিবস ২০২২ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসি দিবস। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পৌরসভার সম্মুখে ভানুগাছ সড়কে র্যালী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহসিন অডিটোরিয়ামে এসে শেষ হয়।
এসময় বিভিন্ন আদিবাসি জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিক্ষার্থী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ব্যানার, ফেস্টুন সহ র্যালীতে অংশগ্রহণ করে। র্যালী শেষে মহসিন অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দেববর্মার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর দেববর্মা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্রাচার্য উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার জনসংযোগ সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল কাথলিক ধর্মপল্লীর পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, খ্রীষ্টান এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডমিনিক সরকার রনি, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন দেববর্মা, সাংবাদিক সালেহ এলাহি কুটি, আদিবাসী নেতা সামুয়েল জোসেফ হাজং, খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাূদক এলিসন সুঙ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দলের নিজস্ব সংস্কৃতির গান ও নৃত্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে খাসি, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মুন্ডা ও চা জনগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা, ধর্মাচার, পারিবারিক জীবন ব্যবস্থা সবকিছুতেই ভিন্নতা নিয়ে বসবাসকারী আদিবাসিরা আজও এদেশে ভূমির মালিকানা পায়নি। আদিবাসি নেতারা আরও বলেন, ভূমি উন্নয়নের নামে তাদের উচ্ছেদ করা হচ্ছে, সমতলের আদিবাসীদের কোন ভূমি কমিশন নেই তারা দিন দিন ভূমিহীন হয়ে পড়ছে এ কারণেই আদিবাসীরা আজও স্থায়ী আবাস ভূমি থেকে বঞ্চিত। দুর্গম প্রত্যন্ত এলাকায় বসবাস করার কারণে সরকারী অনেক উন্নয়ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত।
এদেশে আদিবাসিরা প্রতিনিয়ত শোষণ, বঞ্চণা বৈষম্যের শিকার হচ্ছে। আদিবাসিরা এদেশে উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয় এবং সাংবিধানিকভাবে সমান নাগরিক অধিকারের দাবিদার বলে নেতারা উল্লেখ করেন।
উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসে যে সকল দাবি তুলে ধরা হয়েছে এগুলো পর্যালোচনা করে রাষ্ট্রের সুরক্ষা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বর্তমান সরকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News
মিশরে খুলে দেয়া হলো ৩০০০ বছরের প্রাচীন রাজপথ, এলেন ফেরাউন-ফারাও সম্রাট
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’