বিশেষ প্রতিবেদক
আপডেট: ২২:৪১, ১০ আগস্ট ২০২২
শ্রীমঙ্গলে মাদকাসক্ত ছেলেকে জেল হাজতে দিলেন মা
অভিযুক্ত কল্লোল ধর।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কল্লোল ধর (৩৪) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা। বুধবার (১০ আগস্ট) তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, কল্লোল ধর দীর্ঘদিন থেকে মাদকে আসক্ত হয়ে পড়েছে। পরিবার থেকে তাকে টাকা দিতে না পারলে মা-বোন এর উপর অত্যাচার নির্যাতন করতো। এমনকি টাকা না দিলে পরিবারের অজান্তে বাড়ির জিনিসপত্র বাজারে বিক্রি করতো। তাকে বিভিন্নভাবে বুঝানোর পরেও মাদক সেবন থেকে বিরত রাখা যায়নি। দিন দিন আরও মাদকাসক্ত বৃদ্ধি পেয়েছে।
ফলে পারিবারিকভাবে সিন্ধান্তে তাকে পুলিশে দেয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভিমশী গ্রামে গত মঙ্গলবার সকালে সবিতা রানি ধরকে তাঁর ছেলে কল্লোল ধর (৩৪) মাদক কেনার টাকা না পেয়ে মারধর করেন। একপর্যায়ে ছেলেটি তার মায়ের গিলা টিপে ধরে। এসময় কল্লোলের ছোটোবোন চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে সবিতাকে উদ্ধার করে কল্লোলকে আটকে রাখে। পরে ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য রাসেন্দ্র দেব ঘটনাস্থলে যান এবং সবিতা রানিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। একই সময়ে কল্লোলকে পুলিশে সোপর্দ করেন।
সবিতা ধর বলেন, 'নেশার টাকার জন্য আমার ছেলে আমার সাথে যা করে, তা কোন ছেলে কোনো মায়ের সাথে করা সম্ভব না৷ আমি আর তার নির্যাতন সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছি। সে যতদিন জেলে থাকবে ততদিন আমি শান্তিতে থাকবো৷'
- আরও পড়ুন: মৌলভীবাজারে কোন রুটে বাস ভাড়া কত?
ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বলেন, এই ছেলে বখাটে, মাদকাসক্ত। সে অনেকদিন থেকেই মা-বোনকে নেশা করার টাকার জন্য মারধোর করতো। এর আগেও স্থানীয়ভাবে তাকে সালিশে শাস্তি দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'একজন মা কতটুকু মানসিক ও শারীরিক যন্ত্রণা পেলে তার সন্তানকে পুলিশে দিতে পারেন?'
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, সবিতা তার ছেলের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩০৩, ৩০৭, ৩৮৮ ও ৫০৬ ধারার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। আটক ছেলেকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনিউজ.বিশ্বজয়াতি চৌধুরী/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
কোথায় কত বাড়লো বাস ভাড়া
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’