Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা

সভায় যুব সদস্যরা তাদের অনুভূতি অভজ্ঞিতা বর্ণনাসহ স্বার্বিক সমস্যা তোলে ধরেন। ছবি- আই নিউজ

সভায় যুব সদস্যরা তাদের অনুভূতি অভজ্ঞিতা বর্ণনাসহ স্বার্বিক সমস্যা তোলে ধরেন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি বাস্তবায়নকল্পে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের হল রুমে রাজনগর যুব ফোরামের আয়োজনে এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় “আস্থা” প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নকল্পে লক্ষ্যে শ্রীমঙ্গল যুব ফোরামের সাথে মৌলণভীবাজার নাগরিক প্লাটফর্ম এর তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের আহব্বায়ক আফজাল হোসেন মুন্নার সভাপতিত্বে এবং শিল্পী কুর্মি এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর আহব্বায়ক নজরুল ইসলাম মুহিব। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর সদস্য পরিতোষ দে, শ্রীমঙ্গল উপজেলা যুবনেত্রী লীমা মং।

সভায় প্রকল্প সর্ম্পকে স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন রূপান্তর এর জেলা সমন্বয়কারী মুনজিলা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপান্তর এর ফিল্ড অফিসার মনিরুল ইসলাম।

শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের সদস্য সিদ্ধাস্ত দেব, মৌসুমী আক্তার, তোজাম্মেল ইসলাম, সাজন কাহার, মৌসুমী বাড়াইক, মোতাব্বীর আহমদ, শান্তি কাহার, মেহেদী হাসান, নুরুল ইসলাম, সাজু রায় প্রমূখ। 

সভায় যুব সদস্যরা তাদের অনুভূতি অভজ্ঞিতা বর্ণনাসহ স্বার্বিক সমস্যা তোলে ধরেন। যুবদের দেশপ্রেম ও
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। 

তথ্য বিনিময় সভায় রাজনগর উপজেলার ৮াট ইউনিয়নের ৪৮ জন যুবক-যুবতি অংশগ্রহণ করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়