স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা থেকে সরে গেলো এশিয়া কাপ
এশিয়া কাপের এবারের আসর শ্রীলঙ্কায় হচ্ছে না। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে দ্বীপ দেশটি থেকে সরে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। যা এবার হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
অর্থনৈতিক দুর্দশায় দ্বীপ দেশ শ্রীলঙ্কায় উত্তাল অবস্থা। কঠিন রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এশিয়া কাপ আয়োজন করতে পারবে না তারা। তাছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভা শেষে সংস্থাটির সভাপতি সৌরভ গাঙ্গুলীও জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ।
অবশেষে সেটিই সত্যি হলো। এসিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই হতে যাচ্ছে আরব আমিরাতে। আগের সূচি ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপ। শুধু ভেন্যু পরিবর্তন হচ্ছে, তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, তারা সব ধরনের চেষ্টা করেছে এশিয়া কাপ নিজেদের দেশে আয়োজন করায়। তবে সেটি সম্ভব না হওয়ায় ভেন্যু সরিয়ে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি।
এর আগে ২০১৮ সালেও এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার ওয়ানডে ফরম্যাটে হলেও এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা