আই নিউজ ডেস্ক
সংরক্ষিত আসনে ভোট: সিলেটে নৌকার মনোনয়ন কিনলেন ৬০ নারী
সিলেটে ৩ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৬০ নারী। ছবি- সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। এরিমধ্যে শুরু হয়েছে মনোনয়নপত্র কেনা। সিলেটে এবছর সংরক্ষিত আসনে ভোটের লড়াইয়ে নামতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন ৬০ জন নারী। মনোনয়ন বিক্রির প্রথম তিনদিনে তাঁরা মনোনয়ন ফরম কিনেছেন।
মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিন গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের আরো ২২ জন ফরম কিনেছেন। ফলে সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত নৌকার মনোনয়ন কেনা সদস্যের সংখ্যা হয়েছে ৬০ জন।
দ্বিতীয় দিন বুধবার (৬ ফেব্রুয়ারি) সিলেটের ২২ জন ফরম কিনেছেন। আর প্রথম দিন সিলেট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৬ জন।
সিলেট থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে আলোচনায় আছেন বেশ কয়েকজন। এরমধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীমের স্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাজিরা চৌধুরি, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা আনোয়ার, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের স্ত্রী মুমতাহিনা ঋতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাড. শামছুন নাহার শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা।
দ্বাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে মনোনয়নপত্র কিনেছেন এক হাজার ৫৪৯ জন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের এই তথ্য জানান।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৪টায়। পরে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের এ পর্যন্ত আয় হয়েছে মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’