Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৬:২৬, ১২ আগস্ট ২০২৩

সাকিব কি পারবেন স্বপ্নের ট্রফি এনে দিতে?

বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি- অনলাইন

বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি- অনলাইন

২০১৪ সালের পর আবারও বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কের আসনে বসানো হলো সাকিব আল হাসানকে। আসন্ন এশিয়া কাপ এবং ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে খেলতে যাবেন লিটন-মেহেদী-আফিফরা। সাকিবের নেতৃত্বেই খেলবেন টি-২০ তেও। আলোচনায় লিটন, মেহেদী মিরাজ, তামিমরা থাকলেও শেষ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব ওঠেছে সাকিবের কাঁধেই। এতে করে যেন খুশিই হয়েছে বাংলার ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এরিমধ্যে সাকিব আল হাসানের নেতৃত্বে স্বপ্নের ট্রফি জয়ের আশাও প্রকাশ করছেন। 

বাংলাদেশ দলের অধিনায়ক নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ বেগ পোহাতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অবশেষে শুক্রবার অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয়ে দলের অধিনায়ক বিতর্কেরও। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া তামিম ইকবাল গত ৩ আগস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকেই মূলত অধিনায়ক নিয়ে এ সমস্যা দেখা দেয়। 

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক সময়ে দলের দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে সাকিবকে। আসন্ন এশিয়া কাপের পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজ রয়েছে দলের। এরপর ৫ অক্টোবর থেকে বিশ্বকাপে লড়তে হবে সাকিব বাহিনীকে।

এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত সময়ে ৪৯টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। এর মধ্যে ২২টিতে জয়ী হয় দল। পরবর্তী সময়ে ২০১৫ ও ২০১৭ সালে আরও তিনটি ওয়ানডেতে দলের নেতৃত্বের ভার পড়ে সাকিবের ওপর।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ। সেই সঙ্গে সাকিবের নেতৃত্বে অন্তত একটি ট্রফি হলেও জেতার প্রত্যয় নিয়ে খেলতে নামবে গোটা দল। ফলে, দেশের ক্রিকেট ভক্তরাও স্বপ্নের ট্রফি জয়ের যাত্রায় সাকিবকে কাপ্তানের আসনে রেখে আশা রাখছেন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ জয়ের। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়