Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ৭ নভেম্বর ২০২৩

সাকিবের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথিউস 

গতকালকের ম্যাচে বাংলাদেশের জয় ছাপিয়ে আলোচনায় ছিল এঞ্জেলা ম্যাথিউসের টাইমড আউট

গতকালকের ম্যাচে বাংলাদেশের জয় ছাপিয়ে আলোচনায় ছিল এঞ্জেলা ম্যাথিউসের টাইমড আউট

ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন শ্রীলংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনিংসের ২৫তম ওভারে ঘটে বিরলতম এই ঘটনা। ম্যাচ শেষে এ কারণে সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রশ্ন তুলেছেন, সাকিব আল হাসানের কমনসেন্স নিয়েও। 

ম্যাথিউস বলেন, আমি ভুল কিছু করিনি। আমি যথাসময়েই মাঠে গিয়েছি। এটা হেলমেটের ভুল ছিল। আমি জানি না সাকিবের কমনসেন্স কোথায় গেল তখন, এটা সাকিব ও বাংলাদেশের কাছ থেকে অসম্মানজনক। তারা খেলাটাকে এতো নিচে নামাল। আইন অনুযায়ী আমি দুই মিনিটের মধ্যেই সেখানে ছিলাম।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ম্যাথিউস। শুরুতেই জানান তিনি কোনো ভুল করেননি। এমনকি এভাবেই প্রশ্ন তুললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কমনসেন্স নিয়েও।

যদিও এমন আইনসিদ্ধ আউটের পর মেনে নিতে পারেন নি এঞ্জেলা ম্যাথিউস। আম্পায়ারের নির্দেশনায় মাঠ ছাড়ার পর মাঠের বাইরে গিয়ে হাত থেকে ছুঁড়ে ফেলেছেন মাথার সেইফটি হেলমেট। পরবর্তী লংকান দলের ম্যানেজম্যান্টকেও তৃতীয় আম্পায়ারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে দেখা গেছে। 

ঘটনাবহুল আজকের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলংকা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়াকু সংগ্রহ করেছে শ্রীলংকা। বাংলাদেশকে এখন লংকানদের দেওয়া ২৭৯ রানের পাহাড় ডিঙিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রার শেষ যাত্রায় জয়টি তোলে নিতে হবে। তা নাহলে, শেষ সময়ের হারের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হবে সাকিব, লিটন, শান্তদের। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়