Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২২

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব

শিরোপা জেতার খবর ছড়িয়ে পড়লে তাদের বাসায় ভিড় জমায় স্থানীয় লোকজন

শিরোপা জেতার খবর ছড়িয়ে পড়লে তাদের বাসায় ভিড় জমায় স্থানীয় লোকজন

নেপালকে হারালো বাংলাদেশের মেয়েরা, সৃষ্টি করলো এক নয়া ইতিহাসের। সোমবার (১৯ সেপ্টেম্বর)  কাঠমান্ঠু দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। আর সে দলের হয়ে মাঠে লড়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দুই গর্ব স্বপ্না ও সোহাগী। শিরোপা জেতার পর যাদেরকে নিয়ে গর্ববোধ করছেন এলাকাবাসী। ছুটে এসে ভিড় করছেন স্বপ্না-সোহাগীর জীর্ণ বাড়িতে।

ইতিহাস গড়া এ খেলায় অংশগ্রহন করেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির দুই কৃত্তি খেলোয়ার স্বপ্না রাণী ও সোহাগী কিসকু। এই খবরে ২০ সেপ্টেম্বর তাদের বাসায় ভিড় জমায় স্থানীয় লোকজন। কুড়েঘরে থাকা শ্রমজীবি বাবার ঘামঝরা আদরে বেড়ে উঠা স্বপ্না রাণী ও বর্গাচাষী বাবার দরিদ্র জয় করে সোহাগী কিসকু আজ দেশের সম্পদ, গৌরব ছিনিয়ে আনার পরিশ্রমী যোদ্ধা।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দারিদ্র স্বপ্না রাণীর বাবা নিরেন চন্দ্র আইনিউজের প্রতিনিধিকে বলেন, আমার তিন মেয়ে এক ছেলে। এদের মাঝে সবচেয়ে ছোট হচ্ছে স্বপ্না রাণী। সে আজ জাতীয় দলের খেলোয়ার। শুধু দারিদ্র নয় একসময় স্বপ্নার এই খেলার জন্য আমার পরিবারকে লড়াই করতে হয়েছে ধর্মীয় ও সামাজিক  কুসংস্কারের সাথে।

'এলাকারে অনেকেই বলতো মেয়ে মানুষকে হাফ প্যান্ট পরে ফুটবল খেলা ঠিক না। তাদের নাকি বিয়ে দেওয়া মুশকিল হয়ে পড়বে। কিন্তু সে বাঁধা উপেক্ষা করে আমার মেয়ে প্রতিদিন খেলার মাঠে যেতো। তার খেলার সামগ্রী বুট, জার্সি , ঔষধ এবং মাঠে যাওয়ার জন্য একটি বাইসাইকেল কিনে দেয় রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম। আজ চ্যাম্পিয়ান হওয়ায় আমার খুব আনন্দ লাগছে।' অশ্রুভেজা কণ্ঠে কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে স্বপ্নার বাবার। মেয়ের এই সাফল্যে আজ খুশিতে তিনি আত্মহারা।

অন্যদিকে সোহাগী কিসকুর বোন ইপিনা কিসকোও বেশ উচ্ছসিত। কেননা, শিরোপা জেতার এই খেলায় ছিলেন তার বোন সোহাগীও। তাই এই গৌরবের ভাগীদার, এই আনন্দের ভাগীদার তিনিও।

ইপিনা কিসকো বলেন, আজকে বাংলাদেশের নারী ফুটবল দল জয়ী হয়েছে। এতে আমার বোন রয়েছে আমরা সবাই খুশি। সেই সাথে ঠাকুরগাঁও জেলাবাসী তাদের জন্য আজকে গর্ববোধ করছে।

এ প্রসঙ্গে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ায় আমাদের জন্য গর্ব । এজন্য বাংলাদেশ দলকে আমি অভিনন্দন জানাই। এ বিজয় আমাদের জন্য যেমন গর্বের তেমনি ঠাকুরগাঁওয়ের জন্য একটু বেশি গর্বের। কারণ, স্বপ্না ও সোহাগী দুজনেই আমাদের জেলার খেলোয়ার। তারা আগামিকাল বুধবার বাংলাদেশে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ আইনিউজকে বলেন, প্রথমত বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে এ উপজেলার দুজন খেলোয়ার জাতীয় দলের হয়ে খেলায় অংশগ্রহন করায় তাদের জন্য আমরা গর্বিত।

তারা আগামী ৫ আক্টোবর ছুটিতে আসলে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়