Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১৮ ডিসেম্বর ২০২৩

সারাদেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি 

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি ।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র ১৯ দিন। শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ১০৩টি। নির্বাচনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির নীতিগত অনুমোদনে মাঠে থাকবে সেনাবাহিনীও।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের মধ্য শেষ হয়েছে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের দেনদরবার। এবার শুরু অপেক্ষা আর প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার সময়। যদিও এইসময় প্রচার-প্রচারণা চালানোর সময়ও বেশকিছু বিষয় মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের তথ্য বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং অফিসার। মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ভোটের আগে-পরে ১৩ দিন নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আনসারের ৫ লাখ ১৬ হাজার সদস্য, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ সদস্য, পুলিশের (র‍্যাবসহ) থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১ জন সদস্য। অর্থাৎ ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য ভোটের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 

এছাড়া রাষ্ট্রপতির নীতিগত অনুমোদনে মাঠে থাকবে সেনাবাহিনীও।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়