শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৮:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
সাস্ট ক্যারিয়ার ক্লাবের এক যুগপূর্তি উদযাপন
‘সাস্ট ক্যারিয়ার ক্লাব এক যুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের এক যুগপূর্তি উদযাপন করেছে সংগঠনটির সদস্যরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে কেক কেটে ও পায়রা উড়িয়ে দিনটি উদযাপন করেন সংগঠনটির সদস্যরা।
এক যুগপূর্তি উপলক্ষে সংগনটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সংগঠনটির উপদেষ্ঠা মন্ডলী, এলামনাই ও সদস্যরা পায়রা উড়িয়ে ও কেক কেটে দিনটি উদযাপন করেন।
পরবর্তীতে ক্যারিয়ার ক্লাবের কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত রুদ্রর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাকিব হাসান রাসেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহসান।
অনুষ্ঠানে সংগঠনটির এলামনাই ও সদস্যরা সাস্ট ক্যারিয়ার ক্লাব সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময় অতিথিরা বলেন, বিগত কমিটিগুলোর নিরলস পরিশ্রমে সাস্ট ক্যারিয়ার ক্লাব একটি যুগান্তকারী ক্লাবে পরিনত হয়েছে, ক্লাবটির কার্যক্রমের কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এর ব্যাপক সুনাম রয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব দানের অভিজ্ঞতা অর্জন করছে। যা ভবিষ্যত ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করবে। এসময়, ক্লাবটিকে এগিয়ে নিতে সদস্যদেরকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন অতিথিরা।
সংগঠনের সভাপতি সাকিব হাসান রাসেল বলেন, আজ সাস্ট ক্যারিয়ার ক্লাব এক যুগপূর্তি হয়েছে। সংগঠনের দীর্ঘ পথচলায় অনেক সংকট ও কন্টকাকির্ণ পথ পাড়ি দিতে হয়েছে। সংগঠনের আজকের এই অবস্থানে পৌঁছতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাস্ট ক্যারিয়ার ক্লাব মূলত বিশ্ববিদ্যলয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার মুখী করতে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে সাস্ট ক্যারিয়ার ক্লাব বাংলাদেশের একটি অন্যতম সংগঠনে রূপান্তরিত হবে এই প্রত্যাশা ব্যাক্ত করছি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি ২০১২ সালে যাত্রা শুরু করে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩