স্পোর্টস ডেস্ক, আই নিউজ
আপডেট: ২২:৩৮, ২২ ডিসেম্বর ২০২২
বাংলাদেশ ভারত সিরিজ ২০২২
টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের চটকদার মার, ২২৭ রানে অলাউট
মাঠে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানেরা চটকদার মার মারতেই বেশি ভালোবাসেন! ডাউন দ্য উইকেট খেলতে পছন্দ করেন। সাকিব ডাউন দ্য উইকেটে গিয়ে আউট, লিটন জোরে মারতে গিয়ে আউট, মেহেদি আলকা শট খেলে সাজঘরে। বরাবরের মতো বাংলাদেশ ভারত সিরিজ ২০২২ এর টেস্ট ম্যাচে তারই খেসারত দিচ্ছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে হতাশাজনক দিন পার করলো বাংলাদেশ। ২২৭ রানে অলআউট বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সাথে হতাশ এবং ক্ষুব্দ ব্যাটিং কোচ জেমি সিডন্স। তিনি বলেন, ‘যদি আপনি ২৮ করতে পারেন, তবে কেন আরও ২৮ করতে পারবেন না? ‘২৮-৩০ রানের চটকদার ইনিংস খেলার দরকার নেই। কিন্তু এটাই হয়ে চলেছে।’
টাইগার ব্যাটিং কোচের কথা, তারা মাঠ ছাড়ার সময় মাথা নাড়তে থাকে, (ভাবে) কেন এটা করতে গেলাম? কিন্তু তাদের তো দায়িত্বটা নিতে হবে। ছয় ঘণ্টা তাদের একইভাবে খেলতে হবে। ২৮-৩০ রানের চটকদার ইনিংস খেলার দরকার নেই। কিন্তু এটাই হয়ে চলেছে।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট, প্রথম দিন
টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আগের দিন বাংলাদেশের বোলিং কোচ অ্যালন ডোনাল্ড বলেছিলেন, আগে ব্যাটিং করলে সাড়ে তিনশর বেশি রান তুলতে চায় বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো না।
শুরুর ঘণ্টাটা বেশ ভালো ভাবেই কাটিয়ে দিয়ে দুই তরুণ ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত দুজনের ফিরেছেন দলীয় ৩৯ রানের মাথায়। জয়দেব উনাদকাটের লাফিয়ে উঠা বল সামলাতে না পেরে তরুণ জাকির ক্যাচ দিয়েছেন চতুর্থ স্লিপে। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে এলবিডব্লিউ হয়েছেন শান্ত। প্রথম সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের প্রথম বলেই বাজে এক শটে উইকেট বিলিয়ে দিয়ে আসেন সাকিব আল হাসান। উমেশ যাদবকে জায়গায় দাঁড়িয়ে তুলে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন অধিনায়ক (১৬)। তারপর ইনিংসের সেরা ৪৮ রানের জুটি হয়েছে মুশফিকুর রহিম আর মুমিনুল হকের মধ্যে।
দারুণ খেলতে থাকা মুশফিক উনাদকাটের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৬ বলে ২৬ রান করে। পাঁচ নম্বরে নেমে লিটন দাস অনেকটা ওয়ানডে গতিতে রান তুলতে চেয়েছেন। ২৬ বলে ২টি চার ১টি ছয়ে ২৫ রান করা লিটন এক আলসে শটে ক্যাচ তুলে দেন। দলীয় রান তখন ১৭২। তারপর থেকেই অনেকটা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটারের মধ্যে শুধু মেহেদি হাসান মিরাজ (১৫) দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। দলীয় ২২৭ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন মুমিনুল। রবিচন্দ্রন অশ্বিনের টার্ন করা বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু লাফিয়ে উঠে মুমিনুলের গ্লাফসে চুমু দিয়ে বলে যায় উইকেটরক্ষকের কাছে।
ফেরার আগে ১৫৭ বল খেলে ৮৪ রান করা মুমিনুল চার মেরেছেন ১২টি, ছক্কা ১টি। ২২৭ রানের মাথায়ই বাংলাদেশের দশম ব্যাটার খালেদ আহমেদ আউট হয়েছেন বড় শট খেলতে গিয়ে।
ভারতের পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ১৫ ওভারে ২৫ রান খরচায় চার উইকেট নিয়েছেন যাদব। ২১.১ ওভার বোলিং করে ৭১ রানে চার উইকেট নিয়েছেন অশ্বিন। বাকি দুই উইকেট উনাদকাটের।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা