Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ফয়সাল আহমদ, সিলেট

প্রকাশিত: ১৬:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৬:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৪

সিলেটে আরিফ হ ত্যা: আত্মসমর্পণের পর কারাগারে কাউন্সিলর নিপু

সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু।

সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু।

ছাত্রলীগকর্মী আরিফ হ ত্যা মামলার প্রধান আসামি সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিপুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

উল্লেখ্য, গত বছরের (২০২৩) ২০ নভেম্বর রাত ১২টার দিকে সিলেট মহানগরীর বালুচর টিবিগেট এলাকায় ছাত্রলীগকর্মী আরিফকে ছু রি কা ঘা ত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ ত্যু হয়। 

এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন নিহত আরিফের মা আঁখি বেগম। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ০৫ জনকে অজ্ঞাত রেখে ১৫ জনকে আসামি করা হয়। 

স্বজনদের অভিযোগ, ঘটনার পর থেকে আসামি নিপু এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে পলাতক দেখিয়ে আসছিল পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়